১০ দিনেও খোঁজ মেলেনি ৪ জেলের

আরটিভি নিউজ

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ১০:২৪ এএম


১০ দিনেও খোঁজ মেলেনি ৪ জেলের
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে পার হয়েছে ১০ দিন। এর মধ্যে কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি চারজনের খোঁজ মেলেনি। এ নিয়ে তাদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। 

বিজ্ঞাপন

এর আগে, গত ১৪ নভেম্বর উখিয়া উপজেলার পালংখালি আনজুমান পাড়া-সংলগ্ন নাফ নদীতে পাঁচ জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এর দুদিন পর আটক জেলে সৈয়দুল বশরের গুলিবিদ্ধ মরদেহ নাফ নদ থেকে উদ্ধার করে পুলিশ।

নিখোঁজ বাকি জেলেরা হলেন উখিয়ার পালংখালি ইউনিয়নের আনজুমান পাড়ার মো. সাইফুল ইসলাম, মো. লুৎফর রহমান, মো. ইউসুফ ও মো. ইউসুফ জালাল।

বিজ্ঞাপন

এ বিষয়ে কথা হয় জেলে মো. ইউসুফের মা রাশেদা বেগমের সঙ্গে। 

তিনি বলেন, আমরা খুব অসহায় পরিবার। একদিন মাছ ধরতে না পারলে সংসার চলে না। আমিও অসুস্থ। তাই আমার চিকিৎসাসহ বাড়ির সব খরচ তাকেই করতে হয়। আজ ১০ দিন হলো, এখনও আরাকান আর্মি তাকে ছাড়েনি। 

রাশেদা বেগম আরও বলেন, আমাদের সন্তান এখন জীবিত নাকি মৃত সেটার হদিস পাচ্ছি না।

বিজ্ঞাপন

উখিয়ার পালংখালি ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, জেলে পরিবারগুলোতে চলছে আহাজারি। তারা খুব দরিদ্র পরিবার। ১০ দিন হলেও এখনও তাদের হদিস মিলছে না। এটা অত্যন্ত বেদনাদায়ক।

এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসমিন তাসিন বলেন, আটক জেলেদের বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission