• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছেলের সঙ্গে অভিমান করে মনোয়ারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে নিজ ঘর থেকে মনোয়ারা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আলমডাঙ্গা থানা পুলিশ। মনোয়ারা বেগম উপজেলার বেলগাছি গ্রামের মণ্ডলপাড়ার মৃত নূর আলী মল্লিকের স্ত্রী।

মনোয়ারার ছোট ভাই হাফিজুর রহমান বলেন, আমার বোনের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আসাদুল ইসলাম কুয়েত প্রবাসী। আমার বোন আসাদুলের বাড়িতেই থাকতেন বেশির ভাগ সময়।

হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত আসাদুলের স্ত্রী শিরিন খাতুন তার শাশুড়ি মনোয়ারা বেগমের সঙ্গে অশোভন আচরণ করতেন বলে শুনে আসছি। সম্প্রতি দুইদিন আগে শিরিন তার স্বামী আসাদুলের সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় তার শাশুড়ি মনোয়ায়ার বিষয়ে কোনো কিছু বলেছিলেন। এ সময় ছেলে আসাদুল তার মাকে বাড়ি থেকে বের করে দিতে বলেন। মোবাইলের লাউড স্পিকার অন থাকায় ছেলের মুখে ‘মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার’ কথা শুনে ফেলেন মনোয়ারা বেগম। এরপর তিনি খুব কষ্ট পেয়েছিলেন।

এ ছাড়া মোবাইলে নিজ ছেলে ও তার স্ত্রীর কথোপকথনের সময় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টি তিনি শুনেছিলেন বলে আমরাও শুনতে পাচ্ছি। আমাদের পক্ষ থেকেও বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। পুত্রবধূ শিরিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কি না সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মনোয়ারার মেয়ে জামাই মাহাবুল ইসলাম বলেন, আমার শাশুড়ি বয়স্ক মানুষ। পেটে টিউমার ও ব্রেনে সমস্যা ছিল। অপারেশন করার জন্য চাপ দিলেও তিনি করেননি। হয়তো অতিরিক্ত অসুস্থতার কারণে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এ ছাড়া কারও সঙ্গে মনোমালিন্য ছিল কি না আমার জানা নেই।

এ বিষয়ে জানতে পুত্রবধূ শিরিনের নম্বরটি বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে নিজে ঘটনাস্থলে গিয়েছি। প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তিনি খুব বেশি অসুস্থতায় ভুগছিলেন না বলে জানান তারা। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলেই বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা, পুলিশের সতর্কবার্তা
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার