• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪০
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আল্লাহর মাইর দুনিয়ার বাইর। এই খুনি হাসিনাতেই কিন্তু প্রমাণ হয়েছে। মানুষকে খুন করে, গুম করে গণহত্যা চালিয়ে টিকতে পারেনি। আল্লাহর রহমতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা এ ধরনের অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে, গুম করেছে তাদের বিচার দেশের মাটিতে হবে। ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না। বাংলাদেশে আসতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে টাঙ্গাইল গোপালপুর উপজেলার নলিন ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। ২০১৪ সালে, ২০১৮ সালে ও ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন গেছে। অনেকেই কিন্তু টাকার বিনিময়ে আঁতাত করে এমপি হয়েছিলো দুর্নীতি করতে লুটপাট করতে। সাবেক কৃষ মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রকাশ্যে বলেছিলেন, বিএনপি যদি নির্বাচনে যেতো তাহলে ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতো না, নির্যাতন করা হতো না। তারা অবশ্যই বাইরে থাকতো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী। কাজেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আঁতাত করতেন তাহলে কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না। আমাদের নেতা তারেক রহমানকে কিন্তু দেশের বাইরে থাকতে হতো না।

তিনি বলেন, আগামী দিনে আমাদের যে ভোটের অধিকার ছিল সে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করবে। ভোটদানের সময় মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়। খুনি, স্বৈরাচার হাসিনার সময় তা ছিল না। মানুষ ভোট দিতে পারেনি। দেশনায়ক তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে হানাহানি থাকবে না, খুন-গুম থাকবে না সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে।

সম্মেলনে ভূঞাপুর ও গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে: টুকু
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন