• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৩:০১
ছবি : আরটিভি

কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩৭) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫৫) মৃত্যু হয়েছে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সোনাইকুন্ডির লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির জানান, সাজেদুল লস্কর নেশাগ্রস্ত হয়ে প্রায়ই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াত। এ বিষয়ে আপেল লস্কর সাজেদুলকে নিষেধ করতো। এরই জের ধরে আপেল লস্কর আজ ফজরের নামাজ পড়ে ভেড়ামারা বাজারে মাছ আনতে যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এলাকাবাসী সাজেদুল লস্করকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে।

নিহত আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শিবচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
জাহাজে ৭ খুন: ছেলের মৃত্যু সইতে না পেরে মারা গেলেন বাবা
রেডিও জকি সিমরানের রহস্যজনক মৃত্যু