• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: তদন্ত কমিটি গঠন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৩
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলাম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা প্রশাসকের তদন্ত কমিটিতে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান এবং অন্যজনের নাম জানা যায়নি।

অন্যদিকে, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ইলেকট্রিক বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন ও রেজিস্ট্রারসহ আরও দুজন রয়েছেন।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থী স্থানীয় মাটির মায়া রিসোর্টে বনভোজনের উদ্দেশ্যে যাওয়ার সময় বিআরটিসির দ্বিতল বাস পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ ছাত্র আহত হয়। এর মধ্যে ঘটনাস্থলে মোস্তাকিম রহমান মাহিন (২২) নিহত হয়। গুরুতর আহত মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিবকে (২৩) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলাম বলেন, আমরা বছরের পর বছর দ্বিতল বাসেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিকনিক করে থাকি। দুর্ঘটনা এলে বলে-কয়ে আসে না। দুর্ভাগ্যবশত একটা ঘটনা ঘটে গেছে। এটা কাউকে দোষ দেওয়ার চাইতে কীভাবে উত্তরণ করা যায়, কীভাবে আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসা করানো যায়, যেসব শিক্ষার্থীদেরকে সেভ আছেন তাদেরকে কীভাবে নিরাপদে পৌঁছানো যায়, সেটা নিশ্চিত করতে হবে। তদন্ত করার পর বলা যাবে এটি দুর্ঘটনা কিনা।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সালমা আক্তার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি তদন্ত কমিটি গঠন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্রীপুরে কারখানায় আগুন, নিহত ৩ জনের পরিচয় মিলেছে