• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

তাজরীন ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫১
ছবি : আরটিভি

তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে মোমবাতি প্রজ্বালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের স্বজন ও আহত শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনের সামনে মোমবাতি প্রজ্বালন করে নিহতদের স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত আহত শ্রমিকরা তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তারা জানান, আহত ও নিহতদের পরিবারকে এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যারা বেঁচে আছেন তারা মরার মতো বেঁচে আছেন। তাদের সন্তানরা শিক্ষা, চিকিৎসার অনিশ্চয়তা ও পুষ্টিহীনতাসহ নানান জটিলতায় ভুগছে। আহত শ্রমিকরা ঠিকমতো দু’বেলা খেতে পারছেন না। সন্তানের লেখাপড়ার খরচ অভাবে তাদের সন্তানরা কিশোর বয়সেই সংসারের হাল ধরতে বাধ্য হয়েছে। আমরা আহতদের পর্যাপ্ত চিকিৎসা, পুনর্বাসন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।

শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বলেন, পোশাক খাতে শ্রমিকদের জীবন এভাবে যেন ঝড়ে না যায় সেদিকে যত্নবান হতে হবে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনলে পোশাক খাতে আর এমন দুর্ঘটনা ঘটতো না। আমরা জানি, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীনের আগুনে পুড়ে অঙ্গার হয়েছেন ১১৭ জন নিহত ও আহত হয়েছেন অন্তত দুই শতাধিক শ্রমিক। তাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।
আমরা চাই প্রতিটা আহত শ্রমিক ও নিহতের পরিবার যেন তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়। তারা যেন আন্তর্জাতিক মানের ক্ষতিপূরণ পান এই দাবি জানাই। এছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানাই। যেখানে সকল শ্রমিকের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকি ঐক্য ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু
আশুলিয়ায় বাসচাপায় নিহত ১
আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ
আশুলিয়ায় নিখোঁজের ৬ দিনপর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার