• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

দেশে ফিরে যেতে উখিয়ায় রোহিঙ্গা তরুণদের সমাবেশ

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০১
দেশে ফিরে যেতে উখিয়ায় রোহিঙ্গা তরুণদের সমাবেশ
ছবি : সংগৃহীত

নিজ দেশে ফিরে যেতে সমাবেশ করেছে রোহিঙ্গা তরুণরা। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প সংলগ্ন মাঠে ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান এ সমাবেশের আয়োজন করে।

শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন।

রোহিঙ্গা নেতা মাস্টার দিল মোহাম্মদ বলেন, সমাবেশে সব রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকতে ও আরাকানে ফিরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়।

মিয়ানমারের ফিরে যেতে তরুণরা ক্যাম্পে আরও সচেতনতা বাড়ানোর জন্য কার করার কথা জানান তিনি। দুপুরে সমাবেশটি শেষ করা হয়।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা যুবকরা ক্যাম্পে একটি সমাবেশ করেছেন। সমাবেশটি দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের টিম জোরদার করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ করার ঘোষণা 
পাইকগাছায় খাল উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
ইজতেমা ময়দান ঘিরে তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার
শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ