• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বান্দরবানে ১৫ বছর পর নৌকাবাইচ

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৫
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বান্দরবানে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় জমিয়েছেন হাজারেরও বেশি মানুষ।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উজানিপাড়া সমিল ঘাটে এ প্রতিযোগিতা হয়।

আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে নৌকাবাইচসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো পুনরায় ফিরিয়ে আনা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে নৌকাবাইচ, প্রীতি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, বলিখেলা, তৈলাক্ত বাঁশ আরোহণসহ মোট ১১টি খেলার আয়োজন করা হয়। এর মধ্যে প্রথম দিনে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। এ প্রতিযোগিতায় জেলা সদরের নারী-পুরুষ মিলে ১৮টি দলে মোট ১৪৪ জন অংশগ্রহণ করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ
বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
বান্দরবানের সেরা ১০টি দর্শনীয় স্থান
বান্দরবান সীমান্তে ৮১ রোহিঙ্গা আটক