• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশার কম্বল হস্তান্তর

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
ছবি: আরটিভি

কুষ্টিয়ায় শীতের তীব্রতার শুরুতেই অসহায় শীতার্তদের জন্য নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক শীতবস্ত্র কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে ৫৩০ পিস কম্বল তুলে দেন আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান। এই কম্বল জেলার অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করবেন জেলা প্রশাসক।

আশার পক্ষ থেকে মিজানুর রহমান বলেন, সুষ্ঠু বিতরণের জন্যই প্রতিবছর আশা জেলা প্রশাসকের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয়। আগামীতেও এই কার্যক্রম চালিয়ে যাবে আশা।

এ সময় অসহায় মানুষ যেন শীতে কষ্ট না করে সে জন্য আশার মত অন্য সামর্থবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

এ সময় আশার কুষ্টিয়া জেলা সদরের ম্যানেজার মাহফুজ আলম, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল করিম, কুষ্টিয়া সদরের এসই রাসেল রানা, কুষ্টিয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাবুল হোসেন, কুষ্টিয়া সদর-২ ব্রাঞ্চের ম্যানেজার আরব আলী ও কুষ্টিয়া সদর-১ এর সহকারী সিনিয়র ম্যানেজার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার