• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নওগাঁয় শিক্ষার্থী হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:০২
নওগাঁয় শিক্ষার্থী হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ছবি: আরটিভি

নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় ছাত্র-জনতা।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মধইল বাজারে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ আন্দোলনে যোগ দেয়।

আন্দোলনকারীরা বলেন, মধইল বিএল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুরকে পূর্বশত্রুতার জেরে এলাকার চিহ্নিত কয়েকজন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

নিখোঁজের ৮ দিন পর ১৪ নভেম্বর গ্রামের পাশের একটি ধানখেতে খণ্ড খণ্ড মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে মোস্তাফিজুরের স্বজনরা। কিন্তু আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। মোস্তাফিজ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এ দিকে সড়ক অবরোধ থাকায় নওগাঁ-সাপাহার আঞ্চলিক সড়কে মধইল বাজারের দুপাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে দুপুরের দিকে আন্দোলন তুলে নেয় ছাত্র-জনতা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো ‘জয় বাংলা’
নওগাঁয় সব ধরনের চালের দাম বেড়েছে
দুই শিক্ষার্থী হত্যা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত