• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

৪০ বছরের কবরস্থান ফিরে পেতে ভুক্তভোগীদের মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:২৯
৪০ বছরের কবরস্থান ফিরে পেতে ভুক্তভোগীদের মানববন্ধন
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা নিমার্ণাধীন কারখানার সামনে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশুসহ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন সূত্রে জানা গেছে, বিগত ৪০ বছরের ধরে তাদের পারিবারিক লাশ দাফনের একমাত্র কবরস্থানটি দখল করে নেয় কারখানা কর্তৃপক্ষ। সেখানে নির্মাণাধীন একটি ভবনের কাজ চলছে। এ বিষয়ে মৌচাক সেনাবাহিনী ক্যাম্প, জেলা প্রশাসক ও কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগি পরিবার। এতেও কারখানার কর্তৃপক্ষ কবরস্থানের ওপর নির্মাণাধীন ভবনের কাজ করে যাচ্ছে। নিরুপায় হয়ে আজ সকালে পারিবারিক কবরস্থান রক্ষার দাবিতে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাসুদ রানা, আম্বিয়া, আশিকুল ইসলাম, সোহনা বেগমসহ প্রমূখ। আবার লাশ দাফনের সুযোগ করে দেওয়াসহ বাবা-মার ও পরিবারের কবরস্থানটি ফিরে পাবে এমনটি আশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।

নিউ ফ্যাশন কারখানার জেনারেল ম্যানেজার সৈয়দ আবু জাফর বলেন, আমরা কবরস্থানের কোনো জমি দখল করিনি। পূর্বে এই জমির যারা মালিক ছিলেন তাদের কাছ থেকে আমরা জমি ক্রয় করেছি। এখানে কবরস্থান ছিল কিনা আমরা জানি না।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
লরি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২