• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৪২
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
ছবি: আরটিভি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদরাসার সামনে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।

রোববার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।

নিহতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২২)।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ দিকে রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার নলবিলা খাদ্যগুদামের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ডাম্পার (মিনি ট্রাক) চাপায় মোহাম্মদ বোরহান উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার এস.এম. আলমগীর (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন ও আলমগীর পেকুয়া উপজেলার শিলখালী থেকে চকরিয়ার উদ্দেশে রওনা দেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা খাদ্যগুদামের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটভর্তি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বোরহান উদ্দিন।

আহত দুজনকে স্থানীয়দের সহায়তায় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ওসি মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বোরহান উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনের চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে দুটি নতুন ট্রেন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারে সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, সবশেষ যা জানা গেল
কক্সবাজার সৈকতে পর্যটক হত্যায় কাউন্সিলর আটক