• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

৩ শিক্ষার্থীর মৃত্যুতে আইইউটির ৩ দিনের শোক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২১:০৭
৩ শিক্ষার্থীর মৃত্যুতে আইইউটির ৩ দিনের শোক
ছবি: আরটিভি

পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তিন দিনের (২৫ থেকে ২৭ নভেম্বর) শোক ঘোষণা করছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহ স্থগিত রাখারও খোষনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে।

সোমবার (২৫ নভেম্বর) থেকে ঘোষিত কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীপুর থানায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেন শনিবার (২৩ নভেম্বর) সকালে শ্রীপুরে এলাকায় মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এসময় ওই রিসোর্ট থেকে একটু দূরে তাদের বহনকারী একটি বাস ১১ হাজার কেবি বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা প্রত্যেকেই ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকাহত। দুর্ঘটনায় একই বিভাগের আহত তিন শিক্ষার্থী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে।

এই হৃদয়বিদারক ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মার সম্মান জানাতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে এবং আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। ২৩ নভেম্বর এশার নামাজের পরে আইইউটির মসজিদে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া শ্রদ্ধার স্মারক হিসেবে এবং এই ট্রাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে গঠন করা তদন্ত কমিটিতে আট জন সদস্য এবং ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে গঠন করা তদন্ত কমিটিতে তিন জন সদস্য রয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) আকমল হোসেন তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুর রহিম মল্লিককে আট সদস্যের তদন্ত কমিটির প্রধান এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মহিউদ্দিন আহমেদকে তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

অপরদিকে, গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন সম্পন্ন 
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ইআরসি ফাইনালে আইইউটির আলতাইরের অভিযাত্রা
কাপ্তাইয়ে পিকনিক বাস উল্টে আহত ১৩