• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার (টেকনাফ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৩:১৯

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মাদরাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ শিশুর মরদেহ উদ্ধার করে হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতের সাগর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃতরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)। এর আগে ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামালকে (১০)।

তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়াস্থ আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশু।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনরা সন্ধান কাজ অব্যাহত রাখে।

স্বজনদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা। বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করে। নিহত শিশুদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে দোকানে হামলা, অপরাধীদের ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ‘মারধর’ করে পুলিশে দিল ছাত্রদল
১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে
গণঅধিকার পরিষদের আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায়