• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় জামিন পেলেন মান্নান

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার জামিনে বিষয়টি নিশ্চিত করে এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ। যে ঘটনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছিলেন। মূলত বিএনপি নিজেদের অফিসে আগুন দিয়েই এ মামলা দায়ের করেছেন। আদালতে এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার মামলায় ২ মাস কারাবাস করে জামিনে বের হন সাবেক এই মন্ত্রী।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস