• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান, ৮ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৮:১৯
৮ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম।

তিনি জানান, রোববার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া থেকে রহিমানগর সড়কের কান্দিরপাড়গামী সংযোগ সড়কের পাশে রেইন্ট্রি কড়াই গাছের গোড়া‌ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো এসব গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবের নির্দেশনায় কচুয়া থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও চাঁদপুর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করে। এ সময় লুণ্ঠিত ৭.৬২ এমএম পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গণপিটুনি দিয়ে কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে হত্যা করা হয়। এরপর তার কাছে থাকা ৭.৬২ এম এম পিস্তলটি লুট করে নেন হামলাকারীরা। এই ঘটনার প্রায় ৪ মাস পর যৌথবাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গুলি কচুয়া থানায় জব্দ দেখানো হয়েছে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ