• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৫৯
ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ ১ দশমিক ৮ টন পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও জরিমানা করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেনকে না পাওয়ায় ম্যানেজার মো. সম্রাটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছার সঙ্গে ছিলেন পরিদর্শক আমিনুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ১ দশমিক ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠিতে ২ মামলা
চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা