• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫২
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার 
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজহারুল ইসলামের বাড়ি পৌর এলাকার ঘাটান্দিতে। টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।

তিনি বলেন, আজ সকালে আজহারুল ইসলামকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। পরে দুপুরের দিকে তাকে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সিটি মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বাদী আব্দুল লতিফ। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
আ.লীগ কখনও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিল না: জামায়াত আমির
৭৬৪ কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে বরাদ্দ ৭৫ কোটি টাকা