• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২৩:৪৪
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় আলমগীর খলিফা (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ঢালী পাড়া জামে মসজিদে তার মৃত্যু হয়।

তিনি ওই গ্রামের মরহুম আজব আলী খলিফার ছেলে। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলমগীর খলিফা কর্মজীবনে খলিফা পেশায় নিয়োজিত ছিলেন।

ঢালী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন বলেন, আলমগীর খলিফা নিয়মিত এ মসজিদের মুসল্লি ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু আজকে আসর নামাজ শেষ করে বের হওয়ার সময় মসজিদে তার মৃত্যু হয়।

স্থানীয় কাউছার ঢালী জানান, নিহত আলমগীর খলিফা তার নানা হন।

নিহতের ভাগিনা মো. সোহেল মালত বলেন, প্রতিদিনের মতো মামা মসজিদে আযান দেওয়ার আগে নামাজ আদায় পড়তে যান। আসর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদেই তার মৃত্যু হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা