• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ০০:২৬
মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় এক নারীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাকড়ঢোন এলাকায় ঘটে এ ঘটনা।

হত্যাকাণ্ডের জন্য তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে তাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

জানা যায়, সন্ধ্যায় পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান তন্ময় মণ্ডল। তিনি সেখানে তাকে খুঁজতে থাকেন। এসময় সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়ি নেই।

তখন তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক এগিয়ে দিতে যান। এসময় বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলে তন্ময় দা দিয়ে কুপিয়ে সবিতাকে পাশের ডোবায় ফেলে দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ ও পানিতে ফেলে দেওয়ায় ডুবে তার মৃত্যু হয়েছে।

অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক।

এ বিষয়ে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে রহস্য উদঘাটন করা সম্ভব।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
বাগেরহাটে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ
উপকূলবাসী সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধান চায়
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত