রেললাইনের ওপর হাঁটছিলেন শিল্পী, অতঃপর...
কুমিল্লায় ২ লাইনের ট্রেনের মাঝে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। ওই নারীর নাম শিল্পী আক্তার (৫৫)।
সোমবার (২৫ নভেম্বর) কুমিল্লা স্টেশনের ধর্মপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল।
নিহত শিল্পী আক্তার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা স্টেশনের দিক থেকে ধর্মপুর রেলগেট পার হয়ে অশোকতলা রেলগেটের দিকে হেঁটে আসছিলেন শিল্পী আক্তার। এ সময় চট্টগ্রাম ও ঢাকার দিক থেকে একসঙ্গে দুটি ট্রেন আসছিল। সামনের দিকে ট্রেন থাকায় তিনি লেন বদলে অন্য লেনে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ট্রেনটি বার বার হর্ন দিলেও তিনি সামনের পাশ দিয়ে যাওয়া ট্রেনের শব্দ ভেবে হেঁটেই যাচ্ছিলেন। আশপাশের মানুষ চিৎকার করলেও তিনি শুনতে পাননি।
এক পর্যায়ে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন