কুমিল্লায় পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৯:২৯ পিএম


কুমিল্লায় পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
ছবি: আরটিভি

ঈদের আনন্দে মেতে উঠেছে পুরো দেশ, আর সেই আনন্দের ছোঁয়া লেগেছে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতেও। ঈদের তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সের মানুষ ঘুরে বেড়াতে আসেন কুমিল্লার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতে।

বিজ্ঞাপন

কুমিল্লা শহরের মূল বিনোদন কেন্দ্র গুলো ধর্মসাগর পাড়, রানীর কুটির, গোমতী নদীর পাড় এবং আশপাশের এলাকায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

এর পাশাপাশি শহরের বাইরের ময়নামতি বৌদ্ধ বিহার, শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কোটবাড়ি পাহাড়ি এলাকাতেও ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। এসব স্থানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে প্রকৃতি ও ইতিহাসের ছোঁয়া নিতে ভিড় করেন শত শত মানুষ।

বিজ্ঞাপন

বিকেলের দিকে জনস্রোত আরও বেড়ে যায়। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার নিয়ে এসেছেন। কেউ কেউ দূর-দূরান্ত থেকে এসেছেন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

বিনোদন কেন্দ্রগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল লক্ষণীয়। বড় ধরনের জনসমাগমকে কেন্দ্র করে ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা অঞ্চল নেয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission