• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যায় দায়ে স্বামী মো. লতিফ কাজীকে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে।

জানা যায়, ২০২৩ সালের ১৮ জানুয়ারি রাতে মো. লতিফ কাজীর সঙ্গে তার স্ত্রী বিউটি বেগ‌মের ঝগড়া হয়। একপর্যায়ে লতিফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে জখম করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিউটির। পরে পালিয়ে যান লতিফ।

এ ব্যাপারে ১৯ জানুয়ারি বিউটির বাবা মো. বিল্লাল মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

এ বিষয়ে রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক লতিফ কাজীকে ফাঁসির আদেশ দিয়েছেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা