• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১২
ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে নার্গিস বেগম (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাজৈর গ্রামের এক শ্রমিক কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম।

নিহত নার্গিস বেগম ও তার স্বামী রকিব (২৩) মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানায়।

তারা কাজৈর গ্রামের ইটভাটার কলোনীতে থাকতেন এবং স্বামী রকিব বাসার পাশের ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয়রা জানান, রকিব মিয়া (২৩) ও তার স্ত্রী নার্গিস বেগম ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি ইটভাটার কলোনীতে বসবাস করতেন। এই কলোনী থেকেই আবদুস সাদেকের মালিকানাধীন এম এইচবি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তার স্ত্রী নার্গিস বেগমকে রেখে ইটভাটায় কাজ করতে যান। পরে দুপুর ১২টার দিকে খাবার খেতে ইটভাটার কলোনীতে যান রকিব।

সেখানে যাওয়ার পর ঘরের ভেতর দরজা লাগানো দেখে তার স্ত্রীকে ডাকতে থাকেন। কিন্তু বেশ কয়েকবার ডাকার পরও তার স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ। এ ঘটনার পর কলোনীর প্রতিবেশীরা ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেয় তার স্বামী। পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় নার্গিস বেগমের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বলেন, নিহত নার্গিসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রকিব ও তার বাবাকে থানায় নেওয়া হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বসতবাড়ির রান্নাঘরে ফেনসিডিল, গৃহবধূ গ্রেপ্তার
লক্ষ্মীপুরে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১