• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
বগুড়ায় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকায় নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।

ঝুনু বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য সচিব ছিলেন।

শাহাদত আলম ঝুনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বগুড়া কারাগারে ছিলেন। মঙ্গলবার বেলা ১১টায় তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসকরা আইসিইউ ইউনিটে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হার্ট স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, ঝুনু গোসল করার সময় বাথরুমের দরজার কাছে অসুস্থ হয়ে পড়ে যান। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়িতে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার 
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে আ.লীগ নেতা বোরহান উদ্দিন গ্রেপ্তার