• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৪:৫১
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু
ছবি: আরটিভি

ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয় গত তিনদিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ কারণে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা।

স্লট বুকিং চালু করাতে বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে পেঁয়াজবোঝাই ৫টি ট্রাক প্রবেশ করে।

এর মধ্য দিয়ে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে তাদের অনেক লোকসান হয়। যে কারণে তারা সকল পণ্য রপ্তানি বন্ধ করেছিলো। রাতে সমস্যার সমাধান হলে পুনরাই বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনও আলু আমদানি হয়নি।

সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। তিনদিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু
ভারত থেকে ২৮২ কোটি ৯৬ লাখ টাকার চাল আমদানির অনুমতি
খেজুর আমদানিতে আগাম কর প্রত্যাহার, কমলো শুল্কও