• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
ছবি: সংগৃহীত

ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় ওবায়দুর মোল্লা (৩৫) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে থানা পুলিশ ওবায়দুরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওবায়দুর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গমখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরদিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

জানা যায়, নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে হত্যা করে বাড়ির পাশের গমখেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর।

আসামিকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিফ মণ্ডল জানান, হত্যা মামলায় ওবায়দুর অপরাধী হিসাবে শনাক্ত হয়। হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন আসামি। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওবায়দুরকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার ফরিদপুর আদালতে পাঠানো করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
কুমিল্লা-ফরিদপুর বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন
বিজয় দিবসে ফরিদপুরে সড়কে ঝরল ৩ প্রাণ
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু