• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ২৩:২৭
আব্দুর রহিম
ছবি: আরটিভি

নড়াইলের নড়াগাতিতে এসএসএসির টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৭ নভেম্বর) থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গাছের সঙ্গে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।

আব্দুর রহিম ডুমরিয়া গ্রামের মো. ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, এসএসসির টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় সাত বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এসএসসি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করে আব্দুর রহিম। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জাহাজে নিহত নড়াইলের ২ জনের দাফন সম্পন্ন
ঝাঁকুনিতে ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু