হাসনাত-সারজিসকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের চকবাজার এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্ব দেন ছাত্র সমন্বয়ক মো. আরমান হোসেন, মো. বায়েজিদ।
উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচাররের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে অকার্যকর করার পাঁয়তারা করছে, তারই অংশ হিসেবে বুধবার আদালত প্রাঙ্গণে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইসকনের সন্ত্রাসীরা আলিফকে হত্যা করেছে। আলিফের কবর জেয়ারত করে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। এ হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
আরটিভি/এফআই
মন্তব্য করুন