• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নোয়াখালীর ইউপি চেয়ারম্যান চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৬:০৩

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়।

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেয় সিরাজ। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
পাহাড়তলীতে মিলল ২ বিদেশি অস্ত্রসহ ১৬ রাউন্ড গুলি