• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৭:০৫
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা ও ছেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতরা হচ্ছেন, সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)। বুধবার দিবাগত রাতে বাল্লা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল।

বিজিবি জানায়, রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লা সীমান্তের কলাবাগান এলাকা দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় আদম ব্যাপারীরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সীমান্তে মানব পাচারকারীদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে। আটক দুজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুজনসহ আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে মামলা করেছেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে সেই পাকিস্তানি তরুণীর মামলা
যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৩
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
হবিগঞ্জে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার