আইনজীবী হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আখাউড়া মডেল মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া পৌর মুক্তমঞ্চে সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে ‘ইসকনকে’ নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এর আগে মঙ্গলবার বিকেলে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে হামলার শিকার হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) মৃত্যু হয়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন