• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নারী শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২৫
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানচাপায় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার (২৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলেনা আক্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের আজাদুর রহমানের স্ত্রী। তিনি মুলাইদ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় হাসিন সোয়েটার পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যানচাপায় তিনি আহত হলে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দ করে নিয়ে আসে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 
মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা