• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৭
ছবি: আরটিভি

চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি ভূঞাপুর উপজেলা প্রাঙ্গণ হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। এবং আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ 
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন