• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শ্রীপুরে মামার ছুরিকাঘাতে ভাগনে নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে মামা রনির বিরুদ্ধে ভাগনে শাহরিয়ারকে (১৯) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়েছে মামা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহরিয়ার নেত্রকোণার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি লিচুবাগান এলাকার মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

অভিযুক্ত মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে মামা রনি ও ভাগনে শাহরিয়ার ঘরে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় ভাগনে শাহরিয়ার ঘর থেকে বাহিরে আসে। পরে মামা রনি বাহিরে এসে ভাগ্নের সঙ্গে আবার তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মামা ভাগনে কে একাধিকবার ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 
কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩৮