• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে: শিবির সভাপতি

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৮:২০
ছবি: আরটিভি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ’৭১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন, তারা বেশির ভাগ নিজেদের জন্য ঘটিয়েছেন। জাতীর সামগ্রিক উন্নয়নের পেছনে খুব একটা ভূমিকা পালন করেনি। জাতি পিছিয়ে রয়েছে সেটা নিয়ে তারা কাজ করেনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, গত কয়েক দিনের ঘটনায় চট্টগ্রামের ইসকন কিংবা ঢাকায় ছাত্রদের দু’পক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে যুদ্ধবিগ্রহ সৃষ্টি করা আধিপত্যবাধীদের সৃষ্টি। আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে। জাতীর সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক যে সংকট তৈরি করা হচ্ছে এটি হলো আধিপত্যবাধীদের সৃষ্টি।

তিনি বলেন, ২৪-এর আন্দোলনে ২ হাজারের মতো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রের সমস্ত শক্তি আন্দোলনে ব্যবহার করা হয়েছে। আমাদের স্বপ্ন হলো নতুন বাংলাদেশ গড়তে চাই।

ছাত্র শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, ছাত্র শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহসহ আরও অনেকেই।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২