• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সিলেটে নতুন আমেরিকান কর্নারের উদ্বোধন করল যুক্তরাষ্ট্র দূতাবাস

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩১

যুক্তরাষ্ট্র দূতাবাস সিলেটে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে । বুধবার (২৭ নভেম্বর) এই কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় জনগণ অংশ নেন।

নতুন এই আমেরিকান কর্নারটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবে। এটি ইংরেজি শিক্ষা, স্কলারশিপ প্রোগ্রামের তথ্য প্রদান এবং তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করতে পেরে আমি অনেক গর্বিত। এটি এমন এক কেন্দ্র হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের সঙ্গে সংযোগ বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘস্থায়ী আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে।

এই আমেরিকান কর্নারটি বিনামূল্যে তথ্য সরবরাহ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করবে।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান