• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চাঁদপুরে অনুমোদন ছাড়া কেক তৈরি: ভোক্তা অধিদপ্তরের জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৫
চাঁদপুরে অনুমোদন ছাড়া কেক তৈরি: ভোক্তা অধিদপ্তরের জরিমানা
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি: আরটিভি

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন।

এর মধ্যে বিএসটিআই অনুমোদন ছাড়া কেক তৈরিসহ একাধিক অভিযোগে সিটি বেকারিকে ১০ হাজার ও সোয়াইব বেকারির মালিককে ১৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রাইসলেস ওষুধ পাওয়ায় ইসলামিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সার্বিক সহায়তা করে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

তিনি বলেন, চান্দ্রা বাজারের সিটি বেকারিতে ২৮ নভেম্বরে উৎপাদিত পণ্যের উৎপাদন তারিখ দেয়া হয়েছে ২৯ নভেম্বর। এ ছাড়াও অন্যের নামে প্যাকেটজাতকরণ, বিএসটিআই এর অনুমোদন ছাড়া কেক তৈরিসহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে সোয়াইব বেকারিতেও মেয়াদ থাকা সত্ত্বেও কেকে ছত্রাক পড়া, বেকারি পণ্যে তারিখ না দেয়া এবং বেকারিটির বিএসটিআই এর অনুমোদন না থাকার কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ওই বাজারেই মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ও প্রাইসলেস ওষুধ পাওয়ায় ইসলামিয়া ফার্মেসিকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ দিন সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
ধামরাইয়ে ২ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা