• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১২:১৫
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর বিসিক শিল্পনগরীতে একটি কীটনাশক গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মাসকান্দার শিল্প এলাকায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিসিক শিল্প নগরীর এ/৩ নম্বর ব্লকে এম রহমান ইন্ডাস্ট্রিয়াল এর গোডাউন ভাড়া নেন হেকেম বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কেমিক্যালসহ বিভিন্ন কৃষি উপকরণ রাখা হয়েছিল। সকাল ১০টায় এই গোডাউনে আগুন লাগে। ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছাসহ ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করেন। দীর্ঘ দুই ঘণ্টা ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছেন। দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা সম্পন্ন
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৭ নম্বর ভবনের চারটি তলা পুড়ে ছাই
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা বাদ জোহর