• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ১০

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০০:৩৬
চাঁদপুর
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বেলতলি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল সেট, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৩৪ ফিল্টার এবং একটি মোটরবাইক উদ্ধার এবং চার মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনী। এ ছাড়াও উপজেলার অন্যান্য এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে ছয় কিশোরকে আটক করা হয়।

ওসি রবিউল হক বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক ছয়জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর মাদকসহ আটক চার কারবারির বিরুদ্ধে থানায় মামলার পর শুক্রবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
সেনাবাহিনীর মহড়া দেখতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি