• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

টেকনাফে হাইওয়েতে কারারক্ষীর গাড়িতে হামলা

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০১:১৮
টেকনাফে হাইওয়েতে কারারক্ষীর গাড়িতে হামলা
ছবি: আরটিভি

কক্সবাজারের টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

স্থানীয়রা জানান, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে নিয়ে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক আহত হয়েছেন।

পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, ‘এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
৩ ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে