• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০১:৫৯
গোবিন্দগঞ্জ থানা
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম মালাধর উত্তরপাড়া গ্রামের মৃত হাসিব উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর মসজিদ কমিটি গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে মালাধর উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রথমে মসজিদের ভেতরে সংঘর্ষ শুরু হলেও দ্রুত তা মসজিদের বাইরে ছড়িয়ে পড়ে। দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম প্রাণ হারান। এ ঘটনায় মতিন, শাহিন, আনিছুর এবং মহব্বত নামে চারজন আহত হন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় মালাধর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের ছেলে শাকিল আহমেদ (২৭) এবং সোহরাব খন্দকারের ছেলে সফিউল ইসলাম আহাদকে (সোহাগ) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
উখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব: কাকরাইল মসজিদে প্রশাসক নিয়োগে আইনি নোটিশ
পাবনায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত