• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মাগুরায় তাবলিগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০২:০৭
মাগুরায় তাবলিগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মাগুরায় ভায়না টেক্সটাইল মিল এলাকায় মার্কাজ মসজিদ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) টেক্সটাইল মিল এলাকায় এ সংঘর্ষ বাধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি ওবায়াদুল্লাহ।

এ বিষয়ে সাদপন্থী রুহুল আমিন বলেন, মাগুরা জেলা মার্কাজ মসজিদ নিয়ে বেশ কয়েকদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল। সর্বশেষ প্রশাসনের অনুমতি নিয়ে শুক্রবার সাদপন্থীরা মসজিদের ভেতরে প্রবেশ করতে গেলে জুবায়েরপন্থীরা স্থানীয়দের বাধার মুখে পড়েন। তাদের দাবি দীর্ঘদিন সাদপন্থীরা জেলা মার্কাজ মসজিদ পরিচালনা করছিলেন। সরকারের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুবায়ের পন্থীরা মসজিদের কার্যক্রম চালাতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি ওবায়াদুল্লাহ বলেন, ‘জেলা মার্কাজ মসজিদে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হবে। বর্তমানে জেলা মার্কাজ মসজিদে দুই গ্রুপের কেউ অবস্থান করতে পারবে না।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক জোবায়েরপন্থীদের
তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব: কাকরাইল মসজিদে প্রশাসক নিয়োগে আইনি নোটিশ
তাবলিগের কার্যক্রম নিয়ে সরকারের প্রজ্ঞাপন, যা বললেন সাদপন্থিরা
কাকরাইলে সাদপন্থিরা তাবলিগ কার্যক্রম চালাতে পারবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়