ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টঙ্গীর জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ , ১২:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের মুরুব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে শুক্রবার পাঁচ দিনব্যাপী এ জোড় শুরু হয়। গত একদিনে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জোড় ইজতেমায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে পুরো জোড়ে উপস্থিত রয়েছেন প্রায় ২ লাখ মুসল্লি। তারা সবাই তাবলীগের তিন চিল্লার সাথী ও সময় লাগানো ওলামা। এর আগে শুক্রবার জুমার নামাজ পড়েছেন প্রায় আড়াই লাখ মুসল্লি। 

হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক।

সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আছর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আম বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |