• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৪:১৯
ছবি: সংগৃহীত।

দিনাজপুরের বোচাগঞ্জে জানাজায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো. হোসেন আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নারী, শিশু ও অটোরিকশার চালক আহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা।

বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, মো. হোসেন আলী অটোরিকশায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে মো. হোসেন আলীসহ অটোরিকশারচালক ও অন্য দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা