• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৫১
ছবি: আরটিভি

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ব্যবসায়ীদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে ব্যবসায়ী ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক। এর আগে গেল বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙ্গে দেওয়া হয়।

কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশের ডাক দিলে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন। এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল দ্বন্দ্ব নিরসন হবে বলে ধারণা ব্যবসায়ীদের।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ
দুই বছর পর আবারও কুড়িগ্রামে মিলল পাতি হাঁসের কালো ডিম
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল