খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়দল এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সঞ্চালনা করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান, সভাপতিত্ব করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ফ্যাসিস্ট সরকার সাবেক শেখ হাসিনা ভারত বসে এদেশের গার্মেন্টস কর্মীদের উস্কানি দিয়ে শিল্প কারখানা ধ্বংস করে যাচ্ছে। তার দোসররা এদেশে রয়ে গেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতার উজ জামান, গাজীপুর জেলার সহ সভাপতি মোখলেছুর, পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান সহ উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এমএ
মন্তব্য করুন