• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

রাজশাহী কারাগারে বন্দির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২২:৪০

রাজশাহী কারাগারে সাজাপ্রাপ্ত আসামি ওমর কিসকুকের (৩১) আত্মহত্যার ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও ওই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন।

আসামি ওমর কিসকু নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

জানা যায়, গত ২৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে সেলের দরজার ওপরের অংশের লোহার পাতের সঙ্গে পাজামার ফিতা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক কামাল হোসেন বলেন, কারা অভ্যন্তরে আত্মহত্যার খবর জানার পরই এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে আমি রয়েছি। এ ছাড়া সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদাকে সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার জাকির হোসেনকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিন-বিজয়দের পেমেন্টের নিশ্চয়তা দিলো বিসিবি সভাপতি, রাত পোহালেই অনুশীলন
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা