• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

আশুলিয়া (সাভার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২৩:১২
প্রতীকী ছবি

আশুলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত ফয়সাল কবির নামে যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ায় ইউনিক এলাকায় একটি শাখা সড়কে কয়েকজন দুর্বৃত্ত ফয়সালকে কুপিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন লোক এলোপাতাড়ি ভাবে ফয়সালকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতাল ও পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের মরদেহ উদ্ধার করে। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় আশুলিয়া থানা পুলিশ।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩