‘জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সামছুল আলম।
শনিবার (৩০ ডিসেম্বর) পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সকালে টগড়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদের সভাপতিত্বে ফাজিল ও কামিল মাদরাসা অধ্যক্ষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মো. সামছুল আলম বলেন, ইসলামের স্বার্থে আমাদের এক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মাসলাকের যত পার্থক্য থাকুক না কেন দিন শেষে আমাদেরকে জাতির স্বার্থে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করলে চলবে না। মাদরাসা শিক্ষকরা যথাযথ ভূমিকা রাখলেই এই দেশটিকে ইসলামের আলোকে গঠন করা যাবে।
তিনি শিক্ষকদের দক্ষতা যোগ্যতার বিষয়ে বলেন, সব শিক্ষককে ছাত্র-ছাত্রীরা সমানভাবে মেনে নেয় না। কোনো কোনো শিক্ষকের ক্লাশ করার জন্য ছাত্র-ছাত্রীরা অনেক দূর থেকে ছুটে আসে। আবার অনেক শিক্ষকের ক্লাসে ছাত্র-ছাত্রী উপস্থিত থাকে না। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা অর্জন অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় এক সম্মানের ব্যাপার। শাসন দিয়ে যে কাজ না হয় মমতা দিয়ে তার চেয়ে বেশি কাজ হয়। আপনারা ছাত্র-ছাত্রীদেরকে মমতা দিয়ে, ভালবাসা দিয়ে আগামী দিনের সোনার মানুষ হিসেবে গড়ে তুলুন।
তিনি বলেন, এই মাদরাসা শিক্ষা দিয়েই হতে পারে আগামী বাংলাদেশ গড়ার শিক্ষা ব্যবস্থা। কোনো দলাদলি, কোনো অভিযোগ শুনতে চাই না। পিরোজপুরকে মাদরাসার শিক্ষায় মডেল জেলায় পরিণত করতে হবে।
তিনি বিগত দিনে মাদরাসা শিক্ষকদের বিতর্কিত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনাদের পরিবর্তনের সময় হয়েছে।
তিনি আল্লামা সাঈদীর মতো নিঃস্বার্থভাবে দ্বীনের জন্য অকুতোভয় সাহসী সৈনিক হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ বিন সাঈদ, প্রফেসর জিয়াউর রহমান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এছাড়াও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুহাম্মদ ফরিদ আহমেদ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক।
মঞ্চে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন